জয়পুরহাট, ২৩ জানুয়ারি, এবিনিউজ : “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে প্রাণীসম্পদ সেবা-সপ্তাহ।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশিদুল হাসান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সালাম সোনার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান প্রমূখ।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি