শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান ও স্মারকলিপি প্রদান
চাকুরী রাজস্বকরণের দাবি

রাজবাড়ীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ী, ২৩ জানুয়ারি, এবিনিউজ : রাজবাড়ীতে চাকুরী রাজস্বকরণের দাবীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে রাজবাড়ী জেলার ৫ উপজেলার ১৩৭ জন সিএইচসিপিরা।

পূনঃনির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচীর তৃতীয় দফার কর্মসূচি হিসাবে আজ সকাল ৯টা থেকে এ অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করে সিএইচসিপিরা। বাংলাদেশে সিএইচসিপি এ্যাসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের সামনে বিভিন্ন উপজেলা থেকে আসা সিএইচসিপির সদস্যরা বক্তব্য প্রদান করেন।

বক্তরা বলেন, দাবি আদায় না হলে ২৪,২৫ ২৬ জানুয়ারী কর্মবিরতী, ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি। আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে ১ ফেব্রুয়ারী থেকে রাজস্বকারণের দাবি বাস্তবায়ণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন শুরু হবে।

বক্তব্য প্রদান শেষে সিএইচসিপির সদস্যদের একটি দল জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত