বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চকরিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

চকরিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

চকরিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

চকরিয়া (কক্সবাজার), ২৩ জানুয়ারি, এবিনিউজ : শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এই কারিগরদের পদাঙ্গ অনুসরণ করলেই নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। সমাজকে শৃংখলাবদ্ধ করতে হলে শিক্ষকদের অনুকরণ করা জরুরী।

বক্তারা আরো বলেন, গীতাঞ্জলী সেবা সংঘের ছেলেরা শিক্ষকদের সম্মাননা প্রদান করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এ সময় প্রতিটি ছেলেদের শিক্ষকদের এভাবে সম্মান জানানোর অনুরোধ জানান। পাশাপাশি তাদের প্রত্যেকের জীবনে শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে চলার আহ্বান জানান।

গতকাল সোমবার রাত ৮টায় চকরিয়া গীতাঞ্জলী সেবা সংঘের উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী বাণী অর্চনা পূঁজা উপলক্ষে শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্টানে বক্তরা এসব কথা বলেন।

চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে’র সভাপতিত্বে এবং রুবেল ধরের পরিচালনায় অনুষ্টিত সম্মাননা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর মো.রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক ও চকরিয়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভা শাখার আহবায়ক নারায়ন কান্তি দাশ।

পরে চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হৃদয় রঞ্জন দাশ, চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাংশু বিমল বসাক, শিক্ষক রাখাল চন্দ্র পাল, চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা মিলন বালা চৌধুরী, চকরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা বাসন্তী রানী চৌধুরী, মঞ্জু রানী বসাক ও সপ্না রানী দাশকে গীতাঞ্জলী সেবা সংঘের পক্ষ থেকে ক্রেস্ট, উত্তোরীয় প্রদান করা হয়।

এ সময় সকালে অনুষ্টিত গীতাপাঠ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং পূজায় আগত ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত