সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

চকরিয়ায় বয়স্ক হাতির মৃত্যু

চকরিয়ায় বয়স্ক হাতির মৃত্যু

চকরিয়া (কক্সবাজার), ২৩ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় বয়স্ক এক হাতি মারা গেছে। কক্সবাজারের উত্তর বনবিভাগের চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের অধিন ঘোনার পাড়া এলাকা থেকে মৃত অবস্থায় হাতিটিকে উদ্ধার করে বনকর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

ফাঁসিয়াখালীর বিট কর্মকর্তা এস.এম এনামুল হক হাতি মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সকালে বনবিভাগের কর্মীরা টহল দিতে বের হলে ফাঁসিয়াখালীর ঘোনার পাড়া এলাকায় একটা মৃত হাতি দেখতে পায়। পরে আমাদের খবর দিলে সাফারি পার্কের ভেটেরেনারি সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমানসহ ঘটনাস্থলে যায়।

হাতির ময়নাতদন্তকারী কর্মকর্তা ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরেনারি সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমানের বরাৎ দিয়ে বিট কর্মকর্তা এনামুল হক বলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছরের উর্ধ্বে হবে। বয়স্ক হওয়ার কারণে হাতিটি মারা গেছে। ধারণা করা হচ্ছে আজ মঙ্গলবার ভোর রাতের দিকে হাতিটি মারা গেছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটি চাপা দিয়ে পুঁতে ফেলা হয়েছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত