শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলে যক্ষা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে যক্ষা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৩ জানুয়ারি, এবিনিউজ : বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩ লাখ ২১ হাজার মানুষ যক্ষা রোগে অাক্রান্ত হচ্ছে। তাছাড়া প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশ যক্ষার জীবাণু দ্বারা সংক্রামিত। অার প্রতিবছর দেশে যক্ষার কারনে প্রায় ৬৪ হাজার মানুষ মারা যাচ্ছে।

শ্রীমঙ্গলে হীড বাংলাদেশের সার্বিক ব্যবস্হাপনায় যক্ষা বিষয়ক এক সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়।

অাজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের হোটেল তাজ এণ্ড পার্টি সেন্টারে অায়োজিত যক্ষা বিষয়ক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের প্রকল্প ব্যাবস্হাপক সিমন মার্ডি। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সোয়েব হোসেন চৌধুরী। রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন হীড বাংলাদেশের জেলা প্রোগ্রাম অফিসার জুয়েল রানা, মেডিকেল টেকনোলজিস্ট রিন্টু কুমার সিনহা ও ফিল্ড সুপারভাইজার জেমস সরেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের শ্রীমঙ্গল প্রতিনিধি অাতাউর রহমান কাজল।

ইউএসএঅাইডি'র অর্থায়নে ও হীড বাংলাদেশের সার্বিক ব্যবস্হাপনায় সভায় ২৫টি খাসিয়া পুঞ্জির হেডম্যানরা উপস্হিত ছিলেন।

প্রসঙ্গত, হীড বাংলাদেশ মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার ১৬টি উপজেলায় যক্ষা নির্মুলে কাজ করছে। যারমধ্যে ১৮৪টি চা-বাগান, ৭২টি খাসিয়া পুঞ্জি, ৫৬টি রাবার বাগান রয়েছে। এসব এলাকায় উপকারভোগী মোট জনসংখ্যা ৭ লাখ ৩২ হাজার ৯১৪ জন।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত