বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আশুলিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে ২ এএসআই প্রত্যাহার

আশুলিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে ২ এএসআই প্রত্যাহার

আশুলিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে ২ এএসআই প্রত্যাহার

সাভার, ২৩ জানুয়ারি, এবিনিউজ : ঢাকা জেলার সাভা‌রের আশুলিয়া থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যাহার হওয়া দুই সহকারী উপপরিদর্শক হ‌লেন, আশুলিয়া থানার এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই রওশন আলী। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সোর্স রাছেল নামে একজনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানায়, গতকাল সোমবার রাতে হাইজ মাইক্রোবাস ভাড়া ক‌রে আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে ঘুষ দাবি করে অভিযুক্ত এএসআইরা।

পরে আটক ব্যক্তির স্ত্রী বিষয়টি থানায় অবহিত করলে পুলিশের আরেকটি দল তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে সত্যতার প্রমাণ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দুই এএসআইকে প্রত্যাহার করা হয়।

এবিএন/সো‌হেল রানা খান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত