![ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/23/school_abnews_122091.jpg)
ভোলা, ২৩ জানুয়ারি, এবিনিউজ : ভোলায় বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত শিশুবিবাহ রোধ কর্মসূচীর অংশ হিসেবে স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকালে মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহায়তায় কোস্ট ট্রাস্ট (আইইসিএম)এর প্রকল্পের আয়োজনে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। কুইজ প্রতিযোগিতায় শিশু বিবাহ, শিশু শ্রমও শিশু শাস্তি বিষয়ের উপর ২০টি প্রশ্নর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাল্য বিবাহ এর কুফল, জন্ম-নিবন্ধনের প্রয়োজনীয়তা,হাত ধোয়া,শারীরিক শাস্তির ক্ষতিকর প্রভাবসহ নানা বিষয় সম্পার্কে জানতে পারে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এ সময় পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহা নূর বেগম, কোস্ট ট্রাস্ট এর (আইইসিএম) প্রকল্পের মিডিয়া অফিসার আদিল হোসেন,সহকারী প্রধান শিক্ষক মো: মনছুর হোসেন, সহকারী শিক্ষক গৌতম কুমার মজুমদার, হারুনুর রশিদ,আবিদ হোসেন, মো: রাসেল, জীবননেছা বেগম, শিশু সাংবাদিক গোপাল চন্দ্র দে, পৌরসভার সমন্বয়কারী মো: ইব্রাহিম, আকাশ সুতার, মনোয়ার হোসেন হৃদয়, জয় ও সুমি।
কুইজে বিজয়ীরা হলেন- হাফছা নূর মীম, রুনু বেগম, ফাতেমা বেগম, বিবি ফাতেমা ইতি, সমাপ্তি মজুমদার, ময়না, ফারজানা আক্তার সোনিয়া, তামান্না, সাথী, ইসরাত জাহান সাদিয়া, সুমাইয়া।
এ সময় প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী- শিক্ষার্থীরা জানায়, এ ধরনের কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমাদের কাছে খুব ভালো লাগছে। এর মাধ্যমে বাল্যবিবাহ এর কুফলসহ নানাবিষয় সম্পর্কে জানতে পারি। এই বিষয় গুলো আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি