বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতিমনা শিক্ষক নিয়োগ দেওয়া হবে: চীফ হুইপ

শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতিমনা শিক্ষক নিয়োগ দেওয়া হবে: চীফ হুইপ

শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতিমনা শিক্ষক নিয়োগ দেওয়া হবে: চীফ হুইপ

বাউফল (পটুয়াখালী), ২৩ জানুয়ারি, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ সকালে উপজেলা পরিষদ চত্বর মুক্তিযোদ্ধা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনজাতীয় সংসদের চীপ হুইপ আ,স,ম ফিরোজ ,এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন কান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম,ওসি মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মোতালেব হাওরাদার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক সহ প্রমুখ ।

জাতীয় সংসদের চীপ হুইপ আ,স,ম ফিরোজ এমপি বলেন,লেখাপড়া পাশাপাশি শিক্ষার্থীদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করতে হবে। বর্তামান প্রধানমন্ত্রী শিক্ষাবান্ধব। আগামী সব শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক মনা দেখে যাতে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রীকে অনুরোধ করবেন এবং সাংস্কৃতিক মনা দেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত