বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩১
logo

দেলদুয়ারে ভ্যান চালকের লাশ উদ্ধার

দেলদুয়ারে ভ্যান চালকের লাশ উদ্ধার

দেলদুয়ার (টাঙ্গাইল), ২৩ জানুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের দেলদুয়ারে লেবু বাগান থেকে নুর মোহাম্মদ (৪৫) নামের এক ব্যাটারী চালিত অটো-ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের তারটিয়া কমলাই গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত ঝরু মিয়ার ছেলে।

এদিকে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক মো.নাজমুল ইসলাম পুলিশকে নিজের পরিচয় দিয়ে লাশের ছবি তুলতে গেলে দেলদুয়ার থানার ওসি (তদন্ত) দিদারুল ইসলাম বাধা দেন। পরে বক্তব্য নিতে চাইলেও তিনি বক্তব্য না দিয়ে ওই সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা দম্ভের সঙ্গে বলেন, ছবি তুলতে যে লোক গিয়েছিলো সে সাংবাদিক কি না জানি না।

দেলদুয়ার থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ছবি তুলতে পুলিশের বাধা ও অসদাচরণ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে এরকম আচরণ দুঃখজনক।

এবিএন/মোজাম্মেল হক মামুন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত