শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গোদাগাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালন

গোদাগাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালন

গোদাগাড়ী (রাজশাহী), ২৩ জানুয়ারি, এবিনিউজ : “বাড়াবো প্রাণিজ অামিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা” রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার সময় র‌্যালীটি উপজেলা শাপলা চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়ে আলোচনা সভা শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক,গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার একরামুল হক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাঃ আশিকুর রহমান, উপজেলা সমবায় অফিসার বায়েজিদ ওয়ারেছী, পৌর অাওয়ামী লীগের সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমখ।

প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী বলেন, খামারীদের দক্ষ করার জন্য সঠিক প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ করা দরকার। প্রশিক্ষণের মাধ্যমে কৃষক ও খামারীদের হাত যেন দক্ষ বা কাজের হাতে পরিণত হয়। এই সরকারের অামলে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রায় ৪০ লক্ষ টাকার কৃষি উপকরণ দেওয়া হয়েছে। এছাড়া আরও ছোট ছোট উপকরণ দেওয়া হয়েছে।

এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত