![হোসেনপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/23/hossainpur-pranisoptaho_122103.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ) , ২৩ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রাণীসম্পদ সেবা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সেবা সপ্তাহ উপলক্ষে র্যালীর আয়োজন হোসেনপুর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়। বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ থেকে পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালীতে ইউএনও আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোহাম্মদ জাবের, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. নাছিরুজ্জাম সেলিম, উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার খুলিলুর রহমান সরকার, ভেটেরিনারী সার্জন ডা. মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিএন/মোঃ খায়রুল ইসলাম/জসিম/নির্ঝর