![লালমনিরহাটে এক রাতে ৫টি দোকানে চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/23/lalmonirhat-churi_122108.jpg)
লালমনিরহাট, ২৩ জানুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় এক রাতে এক সঙ্গে ৫টি দোকান চুরি হয়েছে। মঙ্গলবার ভোরে রাতে ওই উপজেলার আমতলা বাজার এলাকায় এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় সততা বস্ত্রালয়, জেমোর্স বস্ত্রালয়, আধুনিক টেইলার্স, নিউ টেলিকম ও আনোয়ারা বস্ত্রালয়ের বিভিন্ন মালামাল দোকানের উপরের টিন খুলে নিয়ে যায় চোরারা। মঙ্গলবার সকালে দোকান গুলো খুলে চুরির বিষয়টি বুঝতে পারেন দোকান মালিকরা। দোকান মালিকরা জানান, ৫টি দোকানে নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি শামীম হাসান সরদার জানান, ওই ৫টি দোকানের জন্য ১জন নাইটগার্ড ছিলো। এ ছাড়া পাশে একটি চায়ের দোকান থেকে সব দেখা যেতো তারপরও চুরির ঘটনা আর্শ্চয জনক। তাই পুরো ঘটনাটি একাধিক সুত্র নিয়ে তদন্ত করার পাশাপাশি অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিএন/ আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর