শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী

সুনামগঞ্জে চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী

সুনামগঞ্জে চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী

সুনামগঞ্জ, ২৩ জানুয়ারি, এবিনিউজ : চাকুরী জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে সিভিল সার্জন কার্যলয় চত্ত্বরে অবস্থান কর্মসূচী পালন করেছে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রভাইডাররা। সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস কার্যালয় চত্ত্বরে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এই কর্মসূচি চলছে।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রভাইডার এসোসিয়েশনের সভাপতি মো. তানজিল মিয়া, সহ-সভাপতি শিপ্রা চক্রবর্তী, দোয়ারাবাজার উপজেলা কমিটির ক্যাশিয়ার কামাল উদ্দিন আহমদ, আব্দুল আউয়াল প্রমূখ।

এর আগে একই দাবিতে গত ৩ দিন ধরে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার কার্য্যলয়ে অবস্থান কর্মসূচী পালন করে আসছে তারা। বক্তারা জানান, চাকুরী জাতীয়করণের এ দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করবেন তারা।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত