শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

সুনামগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

সুনামগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

সুনামগঞ্জ, ২৩ জানুয়ারি, এবিনিউজ : প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উদ্বোধন উপলক্ষে সুনামগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রাণীসম্পদ দপ্তর সুনামগঞ্জ ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

প্রাণীসম্পদ দপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে ও ডাঃ একেএম লুৎফুজ্জামানের সঞ্চালণায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উৎপাদিত জাতীয় উদ্যান ও চিড়িয়াখানা ঢাকার ডাঃ মোহাম্মদ নুরুল ইসলাম,সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ পরিচালকস্বপন কুমার সাহা, প্রাণীসম্পদ মস্ত্রণালয়ের জেলা উপ পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম। এছাড়াও কৃষি খামারের সাবলম্বী স্বেচ্ছাসেবী মনোয়ারা বেগম, ফুরকান মিয়া, আলোক রেজা,শাল্লা উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ডাঃ মোতালেব হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, হাসঁমুরগী ও গরুর খামার করে দেশ এখন এগিয়ে যাচ্ছে। যারা এই পেশায় নিয়োজিত থেকে সাবলম্বী হচ্ছেন তাদের নিজের এবং পরিবারের সকলের মেধা বিকাশে ডিম মাংস ও গরুর দুধ নিয়মিত খাবারের কোন বিকল্প নেই।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত