বোদা (পঞ্চগড়), ২৩ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক চাপায় মো. শাহাজাহান আলী (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহজাহান আলী ঐ ইউনিয়নের নউতারী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় গামী একটি ট্রাক দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কের শেখবাধা এলাকায় যাত্রী বোঝাই একটি অটো ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঐ অটোভ্যানে যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে ট্রাকটি দ্রুত পঞ্চগড়ের দিকে পালাতে গিয়ে ধামেরহাট ও তিনপুল এলাকায় কয়েকজনকে আহত করে।
এ ঘটনায় ওই এলাকার লোকজন ভাউলাগঞ্জ ও বগদুলঝুলা এলাকার লোকজনকে মোবাইল ফোনে খবর দিয়ে ট্রাকটিকে থামাতে বলে। খবর পেয়ে বগদুলঝুলা বাজারের লোকজন ট্রাকটিকে থামানোর চেষ্টাকালে রাস্তার পাশে থাকা ব্যবসায়ী শাহাজাহানকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়। বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম ট্রাক চাপায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা