![বোদায় শিক্ষার্থীদের মাঝে ডিম ও পাউরুটি বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/23/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_122142.gif)
বোদা (পঞ্চগড়), ২৩ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বোদা পৌরসভার বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম ও পাউরুটি বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ অফিস এর আয়োজনে আজ মঙ্গলবার শিক্ষার্থীদের মাঝে ডিম ও পাউরুটি বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার চৈতন্য কুমার রায়, প্রধান শিক্ষক বিজন কুমার বর্মন, পৌর কাউন্সিলর মো. বেলাল হোসনেসহ স্থানীয় ব্যক্তিবর্গরা।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা