![বোদা মডেল স্কুল এন্ড কলেজে ক্ষিার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/23/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_122144.gif)
বোদা (পঞ্চগড়), ২৩ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ ও এসএসসি ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের বিদাই অনুষ্ঠান আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হকের সভাপতিত্বে নবীণ বরণ ও বিদাই অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নর্বনির্বাচিত পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নবাগত ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের ফুল দিয়ে বিদাই জানানো হয়।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা