![বন্দরে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/23/abnews-24.bbb_122158.jpg)
নারায়ণগঞ্জ, ২৩ জানুয়ারী, এবিনিউজ : নারায়ণগঞ্জ বন্দরে মাহামুদুল হাসান প্রত্যয় (৯) নামে তৃতীয় শেণীর এক ছাত্রকে ঘরের ভেতর আটকে রেখে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বন্দরের বুনিয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে এই কর্মসূচি পালন করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুনিয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রাণী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহাম্মেদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট ইসহাক মিয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাফেজ মো. আইয়ুব আলী, শাহ আলম মেম্বার, ডাঃ লুৎফর রহমান, হানিফ প্রধান, নূরুল ইসলাম মেম্বার, শহীদুল্লাহ মেম্বার, আবদুল মান্নান, দীন ইসলাম দীপু ও হাজী মনসুর প্রমুখ। প্রতিবাদ সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়।
প্রতিবাদ সভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির সিমানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বন্দরের ধামগড় ইউনিয়নের মালামত গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে আবুল হোসেন, মেয়ে নাসিমা,আকলিমা, স্ত্রী মনোয়ারা ও মৃত সোনামিয়ার ছেলে ইসমাইল কৌশলে একই এলাকার ব্যবসায়ী মোক্তার হোসেনের ছেলে মাহামুদুল হাসান প্রত্যয়কে তুলে নিয়ে ঘরে ভেতর আটকে রেখে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরপর আহত অবস্থায় তাকে ঘরের ভেতর ফেলে রাখে।
পরে এলাকাবাসী কুদ্দুস মিয়ার বাড়িতে তল্লাশী করে ঘরের ভেতর থেকে ওই শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনার পর গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কুদ্দুস মিয়া ও তার পরিবার পালিয়ে যায়। শিশু প্রত্যয় ৩০নং বুনিয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
এবিএন/নাসির উদ্দিন/জসিম/তোহা