শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বন্দরে অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির মানববন্ধন
কুতুববাগীর পীর জাকির শাহ’র ওরশের বিরুদ্ধে

বন্দরে অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির মানববন্ধন

বন্দরে অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির মানববন্ধন

নারায়ণগঞ্জ, ২৩ জানুয়ারী, এবিনিউজ : বন্দর থানা অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ডে কুতুববাগীর পীর জাকির শাহ’র বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধ করেছে। মানববন্ধনে নেতৃত্ব দেন বাংলাদেশ অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী। অনৈসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটির বন্দর থানার আমীর হাফেজ মাওলানা আক্তারুজ্জামান সাদেকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতী শিবলী নোমানী, মাওলানা সাইফুল ইসলাম, মুপতী সিরাজুল ইসলাম কামেমী, খন্দকার নাসিম রেজা, মাওলানা মাজহারুল ইসলাম ভ’ইয়া, মাওলানা আবু সাঈদ, মাওলানা হাসান ইমাম, মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, কুতুববাগীর পীর নামধারী জাকির শাহ একজন ভন্ড ও প্রতারক। জাকির শাহ ধর্মসন্ত্রাস চালাচ্ছে। সে নিরিহ ও ধর্মপ্রাণ মুসলমানদের গোমরাহ, পথভ্রষ্ট ও ধোকা দেয়ার জন্য বন্দরে তার শরীয়ত বিরোধী কর্মকান্ড করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তার অপকর্ম থেকে ঢাকাবাসীকে রক্ষার জন্য সরকার ফার্মগেইট থেকে তার আস্তানা গুড়িয়ে দিয়েছে। এখন সে বন্দরের রেললাইন এলাকায় আস্তানা গেড়ে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মুসলমানদের পথভ্রষ্ট করার জন্য ২৫ ও ২৬ জানুয়ারি ওরশের নামে ভন্ডামীর চেষ্টা চালাচ্ছে। তার এই অপকর্ম বন্ধের ও ধর্মপ্রান মুসলমানদের ইমান রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এবিএন/নাসির উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত