
ঢাকা, ২৩ জানুয়ারি, এবিনিউজ : বিএনপি শুধুই বিষদাঁতবিহীন বিষাক্ত শাপ, তাই তাদের হুমকি আর কাজে আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। আজ মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী মহিলা দলের এক অনুষ্ঠানে সোমবার মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে প্রায় ৭৮ হাজার মামলা করা হয়েছে বিরোধী দলের নেতা-কর্মীর বিরুদ্ধে, প্রায় সাড়ে ৭ লক্ষ আসামি করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
আমাদের খুব পরিষ্কার কথা- এসব মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদেরকে কারাগারে রেখে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোনো নির্বাচন এখানে হবে না। এসব মামলা প্রত্যাহার করতে হবে।
এর প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপির বিষদাঁত দেশের জনগণ ভেঙে দিয়েছে। এখন বিএনপি শুধুই বিষদাঁতবিহীন বিষাক্ত শাপ। তাদের হুমকি আর কাজে আসবে না।