সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
অভিযোগ উপজেলা চেয়ারম্যান এর বিরুদ্ধে

গোসাইরহাট ইউএনও’কে জীবননাশের হুমকি

গোসাইরহাট ইউএনও’কে জীবননাশের হুমকি

শরীয়তপুর, ২৩ জানুয়ারী, এবিনিউজ : শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলীকে জীবননাশের হুমকির অভিযোগে গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরী (জিডি) করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে গোসাইরহাট থানায় এ জিডি রেকর্ড হয়েছে। গোসাইরহাট ইউএনও অফিস ও জিডি সূত্রে জানা যায়, ২২ জানুয়ারী উপজেলার ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। ইউএনও‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষা কর্মকর্তা, সংসদ সদস্যের প্রতিনিধিসহ প্রায় ৪০ ব্যক্তি উপস্থিত ছিলেন।

সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিনের পক্ষে একজন প্রতিনিধি থাকার কথা ছিল। কোন প্রতিনিধি প্রেরণ না করে সভা সমাপ্তিলগ্নে নিজেই সভা কক্ষে প্রবেশ করেন চেয়ারম্যান। সভা শেষ করে ইউএনও তার দপ্তরে যেতে উদ্যত হলে উষ্মা প্রকাশ করেন চেয়ারম্যান। কিছুক্ষন পরে নিজ অফিসে বসে দাপ্তরিক কাজ শুরু করেন ইউএনও। এসময় ইউএনও‘র কক্ষে উপজেলা আওয়ামীলীলগ সভাপতি শাহজাহান শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ আকন উপস্থিত ছিলেন। কিছুক্ষন পরে উপজেলা পরিরষদ চেয়ারম্যান কয়েকজন লোক নিয়ে ইউএনও’র কক্ষে প্রবেশ করেন। এক পর্যায়ে দপ্তরী নিয়োগ সংক্রান্ত সভা তার অনুপুস্থিতিতে হলো কেন বিষয়ে ইউএনওর কাছে জবাব চান চেয়ারম্যান।

চেয়ারম্যানের দীর্ঘ বিলম্বির কারনে সভাটি বিধি সম্মতভাবেই শেষ করা হয়েছে জানালে চিৎকার চেচামেচি শুরু করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন। তিনি ইউএনওকে বেয়াদ বলে গালি দেন, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। টেবিলে থাপ্পর দিয়ে ইউএনওকে দেখে নিবার হুমকি দেন। এ সময় ইউএনও মামুন শিবলী চেয়ারম্যানকে শান্ত ভাবে কথা বলতে অনুরোধ করলে আরও ক্ষিপ্ত হয়ে উঠেন উপজেলা চেয়ারম্যান এবং শার্ট উচু করে কোমরে থাকা পিস্তল প্রদর্শণ করে ইউএনও’র উপর গর্জে উঠেন। এই পরিস্থিতিতে ইউএনও জীবনের নিরাপত্তাজনিত সমস্যা অনুভব করেন।

তাৎক্ষনিকভাবে ইউএনও বিষয়টি জেলা প্রশাসক সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। উর্ধ্বতনরা ইউএনওকে মামলা করার জন্য পরামর্শ দেন। ইতিমধ্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সৈয়দ নাসির উদ্দিনের পক্ষ্যে ইউএনও এর সাথে সমঝোতা প্রস্তাব নিয়ে যান এবং চেয়ারম্যান তার আচরনের জন্য অনুতপ্ত হন। ফলে, মঙ্গলবার রাত ১০টার দিকে মামলা না করে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে সাধারণ ডায়েরী করেন মামুন শিবলী। গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান সিকদার বলেন, আমি মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে ওই সভায় উপস্থিত ছিলাম। দপ্তরী নিয়োগ কমিটিতে উপজেলা চেয়ারম্যানের একজন প্রতিনিধি পাঠানোর কথা ছিল। কিন্তু কাউকে না পাঠিয়ে তিনি নিজেই সভার কাজ শেষ মুহুর্তে হাজির হন। এক পর্যায়ে আমাদের উপস্থিতিতেই ইউএনওর সাথে অসৌজন্যমূলক আচরণ করেণ চেয়ারম্যান। এর আগেও বিভিন্ন বিষয়ে ওনাদের দুজনের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছিল। আমরা বিষয়গুলোকে ভালোভাবে দেখছিনা। চেয়ারম্যানের এহেন আচরনে দলীয় শৃংখলা ভঙ্গ হচ্ছে।

অভিযুক্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন বলেন, একটি মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে সভায় যেতে আমার দেরী হয়। সভার উপস্থিতি বহিতে আমি স্বাক্ষর করতেই ইউএনও সভার কার্যক্রম সমাপ্ত করে চলে যান। আমাদের এমন সিরিয়াস কিছুই হয়নি যা নিয়ে জিডি করতে হবে। আমাদের মধ্য যা কিছ্ইু হয়েছে তা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দের মধ্যস্থতায় সমাধাণ হয়েছে। এখন জানতে পারলাম আমার বিরুদ্ধে জিডি হয়েছে। ধারণা করছি দলীয় আভ্যন্তরিণ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে কোন নেতা-কর্মী আমার বিরুদ্ধে ইউএনওকে ব্যবহার করেছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন শিবলী বলেন, মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ সংক্রান্ত একটি সভা ছিল। সে সভায় উপজেলা চেয়ারম্যান এ্যনটাইটেল না। তার একজন প্রতিনিধি সভায় থাকার কথা। কিন্তু না পাঠিয়ে তিনি নিজেই যখন আসেন, তখন সভার কাজ শেষ হয়ে গিয়েছিল। এ নিয়ে আমার দপ্তরে আমার সাথে তিনি উত্তেজিত হয়ে নানা রকমের হুমকি প্রদান করেন। এক পর্যায়ে তার কোমড়ে গুজে রাখা আগ্নেয়াস্ত্র প্রদর্শণ করে আমাকে হুমকি দেন। এতে আমি ভীতসন্ত্রস্ত হয়ে পরি। জীবনের নিরাপত্তা জনিত কারনে উর্ধ্বতনদের পরামর্শে থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।

এবিএন/কাজী নজরুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত