বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাবার কবর জিয়ারত করে বাসায় ফিরলেন আইভী

বাবার কবর জিয়ারত করে বাসায় ফিরলেন আইভী

নারায়ণগঞ্জ, ২৩ জানুয়ারি, এবিনিউজ : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ৫ দিন পর বাসায় ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ মঙ্গলবার দুপুর ২টায় শহরের পশ্চিম দেওভোগ এলাকার নিজ বাসায় ফিরেন তিনি। এর আগে তিনি তার বাবার কবর জিয়ারত করেন।

নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বলেন, ঢাকার ল্যাব এইড হাসপাতাল থেকে বেলা সাড়ে ১২টায় বের হন মেয়র আইভী। পরে সেখান থেকে সোয়া ১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার সিটি করপোরেশনের কবর স্থানে গিয়ে তার বাবা আলী আহাম্মদ চুনকার কবরে দোয়া পড়েন। পরে সেখান থেকে দুপুর ২টায় বাসায় ফিরেন। বাসায় ফিরে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন।

তিনি আরো বলেন, ‘বাসায় ফিরে তিনি পরিবারের লোকজনদের সঙ্গেই কথা বলেন তাছাড়া গণমাধ্যমে কোন কথা বলেননি।’

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি হকার বসানো নিয়ে চাষাঢ়ায় সায়াম প্লাজার সামনে সংঘর্ষে সিটি মেয়র আইভী সহ অন্তত অর্ধশত আহত হয়। সেদিন মানবঢাল তৈরি করে আইভীকে রক্ষা করতে দেখা যায়। ঘটনার দু'দিন পর ১৮ জানুয়ারি আইভী হঠাৎ অসুস্থ হয়ে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত