বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘স্কাউট শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে এ দেশের হাল ধরবে’
বন্দরে স্কাউটের সমাপনী অনুষ্ঠানে আলহাজ্ব শুক্কুর মাহামুদ

‘স্কাউট শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে এ দেশের হাল ধরবে’

‘স্কাউট শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে এ দেশের হাল ধরবে’

বন্দর (নারায়নগঞ্জ), ২৩ জানুয়ারি, এবিনিউজ : জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ বলেছেন, স্কাউটকে বেগভান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক প্রদক্ষেপ গ্রহণ করেছে। স্কাউট শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে এ দেশের হাল ধরবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে।

গতকাল সোমবার রাত ৮টায় বন্দর উপজেলাস্থ হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজ মাঠে বন্দর উপজেলা কাব ক্যাম্পুরী ২০১৮ উপলক্ষে মহা তাঁবু জলসা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট বন্দর উপজেলার সভাপতি পিন্টু ব্যাপারী সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, বন্দর উপজেলা ভূমি কমিশনার শাহিনা শবনম, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, বাংলাদেশ স্কাউট নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু মিয়া প্রমূখ।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউট বন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বাংলাদেশ স্কাউট নারায়ণগঞ্জ জেলা শাখার কমিশনার আলহাজ্ব আহাম্মদ হালিম মজহার, মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন সুজন, বন্দর থানা শ্রমিকলীগের সহ-সভাপতি মাহাবুব চৌধূরী, যুবশ্রমিকলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ আরিফ প্রমূখ।

অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ স্কাউট বন্দর উপজেলার শাখার যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান, কাব লিডার সেলিম রেজা ও স্কাউট লিডার পবিত্র মহন সরকারসহ উপজেলার স্কাউটের কর্মকর্তাবৃন্দ।

কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা শুক্কুর মাহামুদ আরও বলেন, স্কাউটকে বেগবান করার জন্য লর্ড ব্যাডেন পাওয়েলকে ধন্যবাদ জানাই। সে সাথে আয়োজক দেরকেও ধন্যবাদ জানাই। ২০৪১ সালের মধ্যে পৃথিবীর মানচিত্রে আমাদের দেশ উন্নত দেশে পরিনত হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত