শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে ট্রাকচাপায় নানী-নাতনি নিহত: সড়ক অবরোধ

নড়াইলে ট্রাকচাপায় নানী-নাতনি নিহত: সড়ক অবরোধ

নড়াইল, ২৪ জানুয়ারি, এবিনিউজ : নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় ট্রাকচাপায় নানী-নাতনি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধসহ বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহতরা হলেন-নানী মনোজা বেগম (৪৫) এবং দুই বছরের নাতনি সাদিয়া। মনোজা নড়াইল সদরের হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং নাতনি সাদিয়া চারিখাদা গ্রামের মশিউর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় কালনাঘাটগামী ট্রাক যাত্রীবাহী ইজিবাইককে চাপা দিলে নানী ও নাতনি নিহত হয়েছে। ইজিবাইকটি সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে জেলা শহরের দিকে আসছিলো।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত