শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাজবাড়ীতে মাদকবিরোধী সমাবেশ

রাজবাড়ীতে মাদকবিরোধী সমাবেশ

রাজবাড়ী, ২৪ জানুয়ারি, এবিনিউজ : "জীবন একটাই তাকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন" এই স্লোগান কে সামনে রেখে, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ উদ্যোগে রাজবাড়ীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি বুধবার বেলা ১২টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলী র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী।

বক্তব্য রাখেন, বিশেষ অতিথি , জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন মোঃ রহিম বক্স, সহকারী পুলিশ সুপার সার্কেল ক্রাইম আসাদুজ্জামান আসাদ, ঢাকা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অতিরিক্ত মোঃ ফজলুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তরা বলেন, মাদকদ্রব্য আমাদের যুব সমাজ কে ধংষ করার একটি মূল চাবিকাঠি যা থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। মাদক যে খায় সে নিজে ধংষ হয় আবার একটি পরিবার কে ধংষ করে। যা আমাদের দেশ কে পিছিয়ে নিয়ে যাবে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত