![হাতীবান্ধায় ইউএনডিপি’র ত্রাণ বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/lalmonirhat-tran_122274.jpg)
লালমনিরহাট, ২৪ জানুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ইউএনডিপি। বুধবার সকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি এ ত্রাণ বিতরণের উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮ শত পরিবারের মাঝে ২৫ হাজার টাকার করে মোট ২ কোটি টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও আমিনুল ইসলাম ও পিআইও ফেরদৌস আহম্মেদ উপস্থিত ছিলেন।
এবিএন/ আসাদুজ্জামান সাজু /জসিম/নির্ঝর