![জাতীয় করণসহ ১১ দফা দাবী বড়াইগ্রামে কলেজ শিক্ষক সমিতির সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/nator@abnews_122282.jpg)
বড়াইগ্রাম (নাটোর) , ২৪ জানুয়ারি, এবিনিউজ : বেসরকারী শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে জাতীয় করণসহ ১১ দফা দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসাবে বুধবার জরুরী সভা করেছে উপজেলা কলেজ শিক্ষক সমিতি। বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অর্নাস কলেজ মিলনায়তনে এর অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে সংগ্রাম কমিটির ঘোষিত সকল কর্মসূচি বড়াইগ্রামে যথাযথ ভাবে পালনের সিদ্ধন্ত গ্রহণ করা হয়।
সভায় কলেজ শিক্ষকের পাশাপাশি মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। সকাল ১১টায় শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন বনপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রাবেন্দ্র নাথ মৈত্র, খলিশাডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনম ফরিদুজ্জামান, জোনাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল আছর শফিউজ্জামান, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন পিঞ্জু, বনপাড়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন প্রমূখ।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/নির্ঝর