শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের উদাহরণ’
সুনামগঞ্জে ডিআইজি কামরুল আহসান

‘জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের উদাহরণ’

‘জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের উদাহরণ’

সুনামগঞ্জ, ২৪ জানুয়ারি, এবিনিউজ : সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বলেছেন, পুলিশ সেবাদানকারী একটি প্রতিষ্টান। পুলিশ সঠিকভাবে কাজ করছে কি-না এজন্যে প্রয়োজন ফিডব্যাক। জনগণের সম্পৃক্ততা না থাকলে ফিডব্যাক পাওয়া যায় না। পুলিশের সকল পরিশ্রমই বৃথা যায়। জনগণের পরামর্শ নিয়ে কাজ করলে পরিশ্রম স্বার্থক হয়। তিনি আরো বলেন, প্রতিমাসে থানায় ১টি করে ওপেন হাউস ডে করার নির্দেশনা রয়েছে। পুলিশের সাথে জনগণের সম্পর্কের বহি:প্রকাশ এটি। ১৮২৯ সালের মৌলিক ৯টি নির্দেশনার মধ্যে আছে জনগণকে শ্রদ্ধা করা এবং তাদেরকেও আইনকে শ্রদ্ধার কথা বলা আছে। তিনি কমিউনিটি পুলিশিং সম্পর্কে বলেন, ১৯৮০ সাল থেকে আসতে আসতে এটি এখন সারা বিশ্বে সমাদৃত। এটি জীবন মানের উন্নয়ন ঘটায়, অপরাধ, ভয়ভীতি কমায়। তিনি পুলিশ সুপারকে কমিউনিটি পুলিশিং কমিটি ঢেলে সাজানোর আহবান জানান। তিনি আরো বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী সরকারের ন

সংবিধানের ৭ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের মালিক জনগণ সে কথা লিপিবদ্ধ আছে। ব্রিটিশ আমলের উপনেবেশিক শাসন, সামন্তবাদী, জমিদারী প্রথা আর নেই। পুলিশের বিবেক আছে। এখন শিশুরা ও পুলিশকে ভয় পায় না। জনগণের সাথে পুলিশের সম্পর্ক বেড়েছে। পুলিশ সেবা দানে দিনে রাতে পরিশ্রম করে। অন্য বিভাগে তা নেই। তবুও পুলিশের বদনামের শেষ নেই। তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধারা যুদ্ধ করে লাল সবুজ পতাকা ছিনিয়ে এনেছেন। মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্য দুর করা। ধনী গরীব আইনের দৃষ্টিতে সমান। আমরা পুলিশ বাহিনী বৈষম্যের বিয়োগ চাই। তবেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে।

তিনি মাদকের ব্যাপারে বলেন, বাংলাদেশে আগে ১নং সমস্যা ছিল জনসংখ্যা। জনসংখ্যা এখন জনশক্তিতে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে মাদক ও জঙ্গীবাদই হয়ে দাঁড়ালো মূল সমস্যা। সুনামগঞ্জেও যে জঙ্গী লুকিয়ে থাকতে পারে না তার গ্যারেন্টি কি? দেশে পুলিশ জঙ্গীবাদের বিরুদ্ধে যে ভুমিকা রেখেছে তা বিশে^ বিরল। বিশে^র বড় বড় দেশ আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জঙ্গীবাদ মোকাবেলায় আমাদের পরামর্শ চায়। জঙ্গীবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশে^র উদাহরণ। তিনি শহরে ছিনতাই, মাদক ও তীর খেলা প্রতিরোধে পুলিশকে জোরালো ভুমিকা রাখার আহবান জানান।

আজ বুধবার সকাল ১১টায় সদর থানা প্রাঙ্গনে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর রিপন চন্দ্র গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আযুব বখত জগলুল। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, কমিউনিটি পুলিশিং কমিটির সদর থানার সভাপতি নুরুর রব চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, দৈনিক হাওরাঞ্চলের সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদারর দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ প্রমুখ । অনুষ্ঠান শেষে সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল্লাহ প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত