
ঢাকা, ২৪ জানুয়ারি, এবিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রলীগ উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার আন্দোলনকারীরা জোর করে ভিসির অফিসে প্রবেশ করে। এ সময় ছাত্রলীগ তাকে উদ্ধার না করলে তার জীবনহানির আশঙ্কা ছিল। তবে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, কোনো ছাড় নয়।’