শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কয়রায় বয়স্কভাতা বাছাই সম্পন্ন

কয়রায় বয়স্কভাতা বাছাই সম্পন্ন

কয়রা (খুলনা), ২৪ জানুয়ারি, এবিনিউজ : সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধিভাতা বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কয়রা ইউনিয়ন পরিষদ মাঠে দিনব্যাপী বাছাই কার্যক্রম চলে। ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা।

কয়রা সদর ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় এলাকায় মাইকিং, মসজিদ, মন্দিরে পত্র প্রেরণ, হাট বাজারে প্রচারপত্র বিলির মাধ্যমে বাছাই কার্যক্রমে ব্যাপক লোকসমাগম ঘটানো হয়। ওয়ার্ড ভিত্তিক সারিবদ্ধভাবে নারী পুরুষের উপস্থিতিতে সরকারী নীতিমালার আলোকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি বাছাই সম্পন্ন করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা সমাজসেবা অফিসের গোপাল চন্দ্র মন্ডল, দেবপ্রসাদ মন্ডল, মো. আব্দুল গফুর, কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/শহিদুল্লাহ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত