![সদরপুরে ইউএনও কর্তৃক বালুখোরদের ভেকু ও ট্রাক জব্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/mobail-kot-pic-24-01-18_122320.jpg)
সদরপুর (ফরিদপুর), ২৩ জানুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার হানিফ হাজীর ডাঙ্গী গ্রামের পদ্মা-আড়িয়াল খাঁ নদের পাড় ঘেষে একদল বালুখোর প্রতিনিয়ত বালু উত্তোলন করছিল।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের নজরে আসলে তিনি আজ মঙ্গলবার দুপুরে সরজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই সব বালুখোরদের মাটি খননের যন্ত্র ৩টি ভেকু ও মাটি বহনের জন্যে ১টি ড্রাম ট্রাক আটক করে জব্দ করে। পরে জব্দকৃত মালামাল ঢেউখালী ইউয়িনের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বেপারীর সেরেস্থায় রাখা হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পূরবী গোলদার “বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০” আইনে ভ্রাম্যমাণ আদালতে এসব মালামাল জব্দ করেন। অভিযান পরিচালনাকালে ম্যাজিট্রেটের উপস্থিতি টের পেয়ে আগেই এলাকা থেকে পালিয়ে যায় অসাধু বালু ব্যবসায়ীরা ও তাদের শ্রমিকরা।
এবিএন/মো.সাব্বির হাসান/জসিম/রাজ্জাক