![বোদায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/abnews-24.bbbbbbbbbb_122322.gif)
বোদা (পঞ্চগড়), ২৪ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড়ের বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, সহকারী অধ্যাপক ও জাসদ কেন্দ্রীয় নেতা এমরান আল আমিন, প্রধান শিক্ষক কামরুজ্জামান রুবেল। এ সময় বিদায়ী শিক্ষার্থীরা প্রধান অতিথি, প্রধান শিক্ষক, শিক্ষক ও অতিথিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা