বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোদাগাড়ীতে গুল গোফুর মহাবিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন

গোদাগাড়ীতে গুল গোফুর মহাবিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন

গোদাগাড়ীতে গুল গোফুর মহাবিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন

গোদাগাড়ী, ২৩ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন বালিয়াঘাট্রায় অবস্থিত গুল গোফুর মহাবিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপনকৃত প্রস্থটির নির্মাণ সাইটের পুনঃ স্থাপনের শুভ উদ্বোধন করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

আজ বুধবার বেলা ১২ টার সময় জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বরাদ্দেরর ২ কোটি ১১ লাখ টাকা ব্যায়ে নির্মিত গুল -গোফুর বালিাকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনটি নির্মিত হচ্ছে।

গোদাগাড়ীতে গুল গোফুর মহাবিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুল গোফুর উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুর রহমান,গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিদ্যালয়ের ভবনটি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর একান্ত প্রচেষ্ঠায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণ করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

বিদ্যালয় ও কলেজের সভাপতি মিজানুর রহমান বলেন, এই এলাকাটি ঘনবসতি এবং স্কুল ও কলেজ একসাথে হওয়ার ফলে ছাত্রীর সংখ্যা বেশী পুরাতন ভবন গুলোতে অসন বিন্যাস কম থাকায় ছাত্রীদের ক্লাসে বসার সমস্যা ছিলো তবে এভবন নির্মান হলো আর কোন চিন্তা নাই। তিনি আরও বলেন এ সরকারের আমলেই বিদ্যালয়ের যে উন্নয়ন হয়েছে অন্য কেন সরকারের আমলে হয়নি।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত