![ডোমারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/nilpamari_abnews24 copy_122328.jpg)
নীলফামারী, ২৪ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হকের বিরুদ্ধে সেচ্ছাচারিতা,দূর্নীতি, অসৎ আচরন সহ নানা অভিযোগে ইউনিয়ন পরিষদের ১১জন ইউপি সদস্য জেলা প্রশাসকের নিকট লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেন। গত সোমবার বিকালে জেলা প্রশাসকের পক্ষে অনাস্থা প্রস্তাব পত্রটি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিনুর আলম। এ সময় ১১ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
অভিযোগে জানা যায় চেয়ারম্যান একরামুল ইউনিয়নের হাট ইজারার ১৬-১৭ অর্থ বছরের দুই লাখ টাকা, গোসইগঞ্জ বাজারে গণশৌচাগার নির্মানের একলক্ষ টাকা,বিভিন্ন সময়ে কাবিটা প্রকল্পের টাকা,সোলার আতœসাৎ করেন। তাছাড়া ইউনিয়ন পরিষদের পশু বিক্রির রশিদ ভারতীয় গরু চোরাকারবারীদের কাছে গোপনে বিক্রি,খাদ্য গুদামে ধান ও গম সরবরাহের স্লিপ কৃষকদের না দিয়ে কালোবাজারের বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন না করে ৩ দফায় ৫৪৫ টি কম্বল গয়েব করেন। এসব ছাড়া ও ইউপি সদস্যরা অভিযোগ করেন,পরিষদের ভিত তিনি মাদকাসক্ত বন্ধুদের নিয়ে নিয়মিত মাদক সেবন করেন।
ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন বলেন, এসব অনিয়মের বিষয়ে একাধিবার আমরা চেয়ারম্যানকে বলেছি। কিন্তু তিনি আমাদের কোন কথার গুরুত্ব না দিয়ে ইচ্ছেমত পরিষদ চালাচ্ছেন। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা ওই অনাস্থা প্রস্তাব দাখিল করেছি। ইউপি চেয়ারম্যান একরামুল হক জানান,শীতার্তদের কম্বল তাদের না দিয়ে প্রকাশ্যে বিতরন করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা