![লালপুরে ৫ শত পিছ ইয়াবাসহ যুবক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/yabasohs-atok_122357.gif)
লালপুর (নাটোর), ২৪ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে গতকাল মঙ্গলবার রাতে র্যাব অভিযান চালিয়ে প্রায় ৫ শত পিছ ইয়াবা সহ রিন্টু প্রামানিক (২৩) নামের এক যুবককে আটক করেছে। সে গোপালপুর পৌর এলাকার মহিষাখোলা মহল্লার আব্দুর রাজ্জাক প্রামানিকের ছেলে। এ ঘটনায় লালপুর থানায় মাদক দ্র্ব্য আইনে এশটি মামলা হয়েছে।
লালপুর থানা ও র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে মঙ্গলবার রাতে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ী গরুর হাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় র্যাব ৪ শ ৯২ পিছ ইয়াবা সহ রিন্টু প্রামানিককে আটক করে লালপুর থানায় সোপর্দ করেন। এ ঘটনায় র্যাবের এস আই বিমল চন্দ্র রায় বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আজ বুধবার আটক রিন্টুকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/রাজ্জাক