![লালপুরে দুটি রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/ff_122358.jpg)
লালপুর (নাটোর), ২৪ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুরে আজ বুধবার বিকেলে উপজেলার সালামপুর বোয়ালিয়া পাড়ার লক্ষণবাড়িয়া রমজানের বাড়ি হতে নিমতলা মোড় পর্যন্ত ৯ শত ৭০ মিটার ও বোয়ালিয়া পাড়া বাজার কমিউনিটি ক্লিনিকের মোড় হতে মমতাজ বটতলা মোড় পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা পাকা করণ কাজের শুভ উদ্বোধন করা হয়। রাস্তা দুটির নির্মাণ কাজের মোট ব্যয় প্রায় ৯৩ লক্ষ টাকা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজলো আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাছের আলী খান, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক ইমদাদুল হক, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ ইনতাজ আলী প্রমুখ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/রাজ্জাক