![লালপুরে যুবলীগ বর্ধিত সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/lalpur-(natore)-24.01.2018-_122359.jpg)
লালপুর (নাটোর), ২৪ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে বর্ধিত সভা আজ বুধবার বিকেলে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদ্রিস আলী লালুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিছুর রহমান, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান সরকার, লালপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, সাধারন সম্পাদক খালিদ হোসেন সরল, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন রিপন, গোপালপুর পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, লালপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সজিব রানা, দুড়দুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুল আলম, ছাত্রলীগ সভাপতি মাইদুল ইসলাম, সাধারন সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/রাজ্জাক