শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব

কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব

কিশোরগঞ্জ, ২৪ জানুয়ারি, এবিনিউজ : কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার থেকে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে তিনদিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। বেলা সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ অংশ নেন। পরে শোভাযাত্রা শেষে অনুষ্ঠান মঞ্চে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম।

তিনদিন ব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীণ বরণ ও পুরষ্কার বিতরণ।

এবিএন/নাজমুল/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত