শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • যশোর জেলায় মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক রাজু আহমেদ

যশোর জেলায় মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক রাজু আহমেদ

যশোর জেলায় মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক রাজু আহমেদ

অভয়নগর (যশোর), ২৪ জানুয়ারি, এবিনিউজ : এবছর যশোর জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন অভয়নগরের ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহমেদ।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮-এ তিনি প্রথমে অভয়নগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর জেলা পর্যায়ে তথ্য যাচাই-বাছাইয়ের পর জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

যাচাই-বাচাই কমিটি শিক্ষার মান, ডিজিটালাইজেশনের অগ্রগতি, শ্রেণীতে পাঠদান, শৃঙ্খলাসহ সার্বিক বিবেচনায় যশোর জেলার মধ্যে তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে মনোনীত করা হয়। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কর্মকর্তাবৃন্দ, ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল হক মহলদার, সদস্য মিজানুর রহমান, আবদুল হাই তরফদার, নজরুল ইসলাম, বাচ্চু হাওলাদার, মুরাদ বিশ্বাস, ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলম, সহকারী শিক্ষক, হালিম তরফদার, সোহারব হোসেন, জাহিদুল ইসলাম, শামিমা খাতুন, রোজিনা খাতুন,আরছিমা খাতুন প্রমুখ।

এবিএন/মো: সেলিম হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত