![ঈদগাঁওতে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/lash11_122388.jpg)
ঈদগাঁও(কক্সবাজার), ২৪ জানুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড সড়কের হিমছড়ি ঢালার সাততারা ঘোনা নামক বন এলাকার ঝোপের মধ্যে এক যুবকের লাশ পাওয়া গেছে। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।বুধবার সকালের দিকে এ লাশের সন্ধান মিলে।
স্থানীয় সুত্রে জানা যায়, পথচারী ও লাকড়ি সংগ্রহ করতে যাওয়া কাঠুরিয়ারা বনে প্রবেশের পথে ঝোপের মধ্যে এ লোককে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে অপরাপর পথচারী ও এলাকার লোকজনদের জানায়। এ সংবাদ ঈদগাঁও পুলিশকে জানালে আইসি মিনহাজ মাহমুদ ভূইয়ার নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল পৌঁছে।
সুরতহাল তৈরি পূর্বক লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের কিছু অংশে পচন ধরেছে এবং শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পরিদর্শক মিনহাজ মাহমুদ ভূইয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন লাশের পরিচয় পাওয়া যায়নি এখনো এবং লাশটি মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/রাজ্জাক