শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

টাঙ্গাইলে হেরোইনসহ দু’যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলে হেরোইনসহ দু’যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল, ২৪ জানুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেলস্টেশনের দক্ষিণ পাশে একটি রিকশার গ্যারেজের সামনের রাস্তায় আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার চরহামজানী(পশ্চিমপাড়া) গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে মো. সোহরাব আলী(৪৫) ও চাপাই নবাবগঞ্জ জেলা সদরের গোঠাপাড়া গ্রামের মো. ইন্তাজ আলীর ছেলে মো. ফটিক আলী(২৮)।

টাঙ্গাইলে কর্মরত র‌্যাব-১২’র সিপিসি-৩ এর কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে একদল র‌্যাব সদস্য ইব্রাহিমাবাদ রেলস্টেশনের দক্ষিণ পাশে একটি রিকশার গ্যারেজের সামনের রাস্তায় অভিযান চালায়। এ সময় মো. সোহরাব আলী ও ফটিক আলীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৩গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে র‌্যাব সদস্য ও পুলিশ পরিদর্শক মো. সবুজ মিয়া (বিপি-৬৯৮৭০১২৫৩৭২) বাদি হয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় মামলা দায়ের করার প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এবিএন/তারেক আহমেদ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত