![লাকসামে জাকের পার্টির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/sova_abnews_122426.jpg)
লাকসাম (কুমিল্লা), ২৫ জানুয়ারি, এবিনিউজ : কুমিল্লার লাকসামে উপজেলা জাকের পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় উত্তর লাকসাম আমিন টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, উপজেলা জাকের পার্টির সাবেক সভাপতি ও বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) লাকসাম থানা শাখার প্রেসিডেন্ট মো. নুরে আলম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি এডভোকেট আবুল হোসেন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা ফ্রন্টের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বাবুল, লাকসাম উপজেলা কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি আবদুল মমিন।
অনুষ্ঠানে সাবেক সভাপতি মো. নুরে আলম মানিককে পূণঃরায় সভাপতি, মো. ছালে আহম্মদকে সাধারন সম্পাদক ও ডা. আবুল খায়েরকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এবিএন/আরিফুর রহমান স্বপন/জসিম/এমসি