
বড়াইগ্রাম (নাটোর) , ২৫ জানুয়ারি, এবিনিউজ : বেসরকারী শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে জাতীয় করণসহ ১১ দফা দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসাবে বৃহস্পতিবার থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫২টি মাধ্যমিক স্কুলে ক্লাশবর্জনসহ কর্মবিরতী শুরু করেছে। এরআহে বুধবার জরুরী সভা করে ঢাকায় প্রতিনিধি দল প্রেরণসহ জাতীয় লিঁয়াজো কমিটি ঘোষিত সকল কর্মসূচিতে অংশ গ্রহণের সিদ্ধান্ত হয়।
বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়াছেক আলী সোনার। এসময় সংগঠনের যুগ্মসম্পাদক ও দেওশীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়ালের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাতে ঢাকায় পাঠানো হয়। ওই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন পিঞ্জু, বাগডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার, গোপলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুর রহমান শাহিন প্রমূখ।
এদিকে বড়াইগ্রাম কলেজ শিক্ষক সমিতি, মাদরাসা শিক্ষক সমিতি ও কারিগরি শিক্ষক সমিতি গত বুধবার অনুরুপ সভা করেছে। তারাও আগামীতে জাতীয় লিঁয়াজো কমিটি ঘোষিত সকল কর্মসূচিতে অংশ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অর্নাস কলেজে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
এবিএন/ আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/নির্ঝর