![কচুয়ায় ক্লিনিকে এক অদ্ভুত শিশুর জন্ম](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/kachua-odvut-child_122457.jpg)
কচুয়া (বাগেরহাট), ২৫ জানুয়ারি, এবিনিউজ : বাগেরহাটে কচুয়া উপজেলার বাধাল বাজারের বাধাল ক্লিনিকে একটি অদ্ভুত শিশু ভুমিষ্টিত হয়ছে। শিশুটিকে দেখার জন্য শতশত লোক ক্লিনিকে জড় হয়েছে।
মোড়েলগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের আ. রশিদ মৃৃধা কান্না জড়িত কন্ঠে জানান, আমার কন্যা মিলি বেগম(২২)কে পঞ্চকরন ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের কবির আকনের সাথে বিবাহ দেই। আমার কন্যা গর্ভবতী হবার পর জামাই চাকরির সুবাদে কুয়েতে চলে যায়। কন্যাকে আমার কাছে এনে রেখেছি এবং অসুস্থ্য অবস্থায় বৃৃহস্পতি বার সকাল ১১টার দিকে কচুয়ার বাধাল ক্লিনিকে নিয়ে গেলে সেখান কার ডাক্তার সিজার করে এতে একটি অদ্ভুত পুত্র সন্তান ভুমিষ্ঠত হয়।
ক্লিনিকের ডা. সঞ্জীব মন্ডল জানান, মিলি বেগম নামে গর্ভবতী মাকে অসুস্থ অবস্থায় এখানে নিয়ে এলে তাকে সিজার করলে একটি অদ্ভুত পুত্র সন্তান ভুমিষ্ঠত হয়। শিশুটি এখন সুস্থ্য আছে হাত পা নাড়া চাড়া করছে।
এবিএন/ শুভংকর দাস বাচ্চু/জসিম/নির্ঝর