বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পঞ্চগড় জেলা পরিষদের বর্ষপূর্তি উদযাপন

পঞ্চগড় জেলা পরিষদের বর্ষপূর্তি উদযাপন

পঞ্চগড়, ২৫ জানুয়ারি, এবিনিউজ : পঞ্চগড় জেলা পরিষদের বর্ষপূতি উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে বর্ষপূতি উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমানুল্লাহ বাচ্চু।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম আজম (রাজস্ব), জেলা পরিষদের সচিব ড. সাইফুল আলম, সদর থানার কর্মকর্তা রবিউল ইসলাম সরকার, জেলার পরিষদের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমাদের পঞ্চগড়ে ২০১৬-১৭-১৮ অর্থ বছরে পর্যায়ক্রমে এডিপির বরাদ্দ হয়েছে ৩৭ কোটি ২৫ লক্ষ টাকা এবং জেলা পরিষদের নিজস্য আয়ে ৩১ লক্ষ ১১ হাজার ৪৬০ টাকা।

তার মধ্যে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ, মুক্তমঞ্চ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল-কলেজ, গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান, ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃৃত্তি, শীতার্তদের মাঝে, বন্যায় ক্ষতিগ্রস্তসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যায় করা হয়েছে ১৬ কোটি ৭ লক্ষ ৬ হাজার টাকা। বর্তমানে অনেক কাজ চলমান রয়েছে।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত