
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) , ২৫ জানুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. রফিক (৪০) নামে মাদক কারবারীকে আটক করেছে র্যাব সদস্যরা। গত বুধবার দিনগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত মাদককারবারী হলো উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের আঃ মোতালেবের পুত্র।
র্যাব সুত্রে জানা যায়, ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে র্যাবের একটি দল বুধবার রাত ১১টার দিকে নুরপুর গ্রামের মো. রফিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ২৭ বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে আটক রফিককে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৩(খ)/২১ ধারায় মামলা হয়েছে। র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/হান্নান খাদেম/জসিম/নির্ঝর