![সুনামগঞ্জে সীমান্তনদী মাহারামে বোমা মেশিন জব্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/machine_abnhews_122472.jpg)
সুনামগঞ্জ, ২৫ জানুয়ারি, এবিনিউজ : সুনামগঞ্জের সীমান্তনদী মাহারাম থেকে থানা পুলিশ আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মুল্যের তিনটি বোমা মেশিন জব্দ করেছে। নিষেধাজ্ঞা উপক্ষো করে বুধবার রাতে বালি পাথর উক্তোলনকালে বোমা মেশিনগুলো জব্দ করা হয়।
জানা গেছে, উপজেলার সীমান্তনদী মাহারাম নদীর চরে শিমুল বাগান সংলগ্ন এলাকায় থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশী অভিযানে গতকাল বুধবার রাত ৯টা থেকে ১১টা পর্য্যন্ত অবৈধভাবে বালি পাথর উক্তোলনকালে তিনটি বোমা মেশিন ও মেশিনের সরজ্ঞামাদী জব্দ করা হয়। পুলিশী অভিযানে মাহারাম চরে থাকা বালি পাথর উক্তোলনকারীরা বোমা মেশিন ফেলে পালিয়ে গেলে মেশিন গুলো জব্দ করে জনসম্মুখে রাতেই তা ধ্বংস করা হয়।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বৃহস্পতিবার বলেন, জব্দকৃত বোমা মেশিন ও সরজ্ঞামাদীর মুল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা হবে।
তিনি আরও বলেন, সীমান্তনদী মাহারাম-জাদুকাঁটায় যে বা যারাই পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বোমা, সেইভ, ড্রেজার ও শ্যালে মেশিনে বালি-পাথর উক্তোলন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই নিয়মিত পুলিশী অভিযান চলবে এমনকি মামলা দায়েরের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি