![ডোমারে দলীয় নেতাদের মাঝে কৃষি উপকরন বিতরন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/domar-krishi_122481.jpg)
নীলফামারী, ২৫ জানুয়ারি, এবিনিউজ : নীলফামারীর ডোমারে দলীয় নেতাদের সাথে বসদ ভিটায় শাক সবজি চাষ ব্যবস্থাপনা বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষন ও দলীয় নেতাদের মাঝে কৃষি উপকরন বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডোমার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে পল্লী শ্রীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জামার্নীর সহযোগীতায় দিনব্যাপি প্রশিক্ষন ও উপকরন বিতরন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সাদেকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনের উদ্বোধন করেন।
আজিজা সুলতানার সঞ্চালনায় নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আওতায় প্রশিক্ষন কর্মশালায় ইউপি সদস্য সলেমান আলী,পল্লী শ্রীর প্রোগাম অফিসার সাহানাজ বেগম ও দলীয় ২০ নেতা এ সময় বক্তব্য রাখেন। প্রশিক্ষন শেষে দলীয় ২০জন নেতাদের মাঝে কৃষি উপকরন হিসেবে কোদাল ও নিরানী বিতরন করা হয়।
এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর