বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গাজীপুর, ২৫ জানুয়ারি, এবিনিউজ : চ্যানেল নাইনের বার্তা প্রধান আমিনুর রশীদ ও ঢাকা জেলা প্রতিনিধি অপু খন্দকাররে বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সর্বস্থরের সাংবাদিকরা।

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসুচিতে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি তুলে বক্তব্য রাখেন- এসএটিভির গাজীপুর জেলা প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান মিয়া, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মোঃ এম তুষারী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, সহ-সভাপতি মোঃ ইউনুস আলী, মোঃ আমিনুল ইসলাম, চ্যানল ২৪এর গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম খান, মাইটিভির কালিয়াকৈর প্রতিনিধি মোঃ আজিজুর রহমান আজিজ প্রমূখ।

উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এমএ মালেকসহ তার স্ত্রী মিনা মালেক ও মেয়ের জামাই শাহীন হোসেনের বিরুদ্ধে অবৈধ জমি দখল নিয়ে সংবাদ প্রচারের জের ধরে গত ২৫ ডিসেম্বর সাংসদের স্ত্রী বাদী হয়ে চ্যানেল নাইনের বার্তা প্রধান আমিনুর রশীদ ও ঢাকা জেলা প্রতিনিধি অপু খন্দকারে বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত