![সদরপুরে মাদকাসক্তকে জেল দিলেন ইউএনও](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/sadarpur_122503.jpg)
সদরপুর (ফরিদপুর), ২৫ জানুয়ারি, এবিনিউজ : ফরিদপুরের সদরপুরে মাদকাসক্ত এক ছেলেকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারী ডাঙ্গী গ্রামের মোঃ আবুল কাসেম এর পুত্র মোঃ সালাউদ্দিন (২৭)।
আবুল কাসেম জানান, দীর্ঘদিন যাবত নেশার টাকা জোরপূর্বক ভাবে তার নিকট থেকে আদায় করত ছেলে। টাকা না দিলে বাবা মাকে মারধরসহ প্রতিবেশীর বাড়িঘরের উপর হামলা চালাত সে।
পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিক বাড়ির পাশের একটি ফাঁকা একটি মাঠ থেকে পুলিশের সহায়তায় আটক করা হয়। আটককালে সালাউদ্দিনের নিকট ৫০গ্রাম গাজা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম পূরবী গোলদার। আদালতে সালাউদ্দিন কে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
আদালত সুত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ধারায় ভ্রাম্যমাণ ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল দেওয়া হয়।
এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি